লখনউ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও নিশাদ পার্টি একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর প্রদেশে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান ও উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদের উপস্থিতিতে এই জোট ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৯ সালের সংসদীয় নির্বাচনেও বিজেপির পাশে ছিল নিশাদ পার্টি। উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং এদিন লখনউতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে নিশাদ পার্টির সঙ্গে জোট করে ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি।
নিশাদ পার্টি ছাড়াও আপনা দলও বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ হবে উত্তর প্রদেশ ভোটে। কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর প্রদেশে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, উত্তর প্রদেশে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আপনা দলও বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ হবে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন আরও জানান, কৃষকদের আয় দ্বিগুণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এমএসপি-তে কৃষি পণ্য কিনে হোক অথবা জৈব চাষকে উৎসাহিত করে কিংবা ফার্ম মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচারে ১ লক্ষ কোটি টাকা খরচ করেই হোক। বিজেপির কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের আশীর্বাদ পেয়েছে।

