BRAKING NEWS

Forest department personnel were attacked : কাঠ বোঝাই গাড়ি আটক করতে গিয়ে আক্রান্ত হলেন বন দফতরের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। কাঠ বোঝাই গাড়ি আটক করতে গিয়ে আক্রান্ত হলেন বন দফতরের কর্মীরা। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৭মাইল এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।অবশ্য কাঠ বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়েছে বনদপ্তর এর কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা রবিবার রাতে মুঙ্গিয়া কামী থানাধীন ৪৭মাইল এলাকায় অভিযান চালান। তারা প্রত্যক্ষ করেন একটি মারুতি ভ্যান গাড়িতে অবৈধ চোরাই কাঠ লোডিং হচ্ছে।

বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য এগিয়ে আসতেই গাড়ির চালক ও সহ চালক গাড়িটি জোর গতিতে চালিয়ে পালিয়ে যেতে চায়। বনদপ্তরের কর্মীরা ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে। পরে মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায় এসে টিআর০১সি ০৩৯০ নম্বরের একটি মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ আটক করে তেলিয়ামুড়াস্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে বনদপ্তর এর কর্মীরা।আসার পথে ৪১মাইল এলাকায় আসা মাত্রই বনদস্যুরা বন কর্মীদের উপর ইট পাথর ছুড়তে থাকে। ফলে অবৈধ কাঠ বোঝাই মারুতি ভ্যান গাড়িটির সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে অল্পবিস্তর আহত হয় তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের ফরেস্ট অফিসার রাজু দেব। অবৈধ চোরাই কাঠ সহ গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকা। অন্যদিকে বনের বহুমূল্যবান গাছপালা কেটে বনাঞ্চল ফাকা করে দিচ্ছে বনদস্যুরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *