Security for officials : আধিকারিকদের নিরাপত্তা জেলা পুলিশ সুপারদের চিঠি জেলা শাসকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালনে গিয়ে বিডিও আক্রান্তের ঘটনায় সারা ত্রিপুরায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে৷ তাই, সারা ত্রিপুরায় বিডিও এবং ডিসিএম-দের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে পুলিশ সুপারদের অনুরোধ জানিয়েছেন জেলা শাসকগণ৷


প্রসঙ্গত, দক্ষিণ জেলায় সাব্রুম মহকুমায় পোয়াংবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ-র অন্তর্গত সুবিধাভোগীদের চিহ্ণিতকরণে দুসৃকতিদের হামলায় বিডিও সহ অন্যান্য সরকারী আধিকারিকরা আক্রান্ত হয়েছেন৷ ৪০-৫০ জনের সংঘবদ্ধ হামলা পুলিশের সামনেই বিডিওকে জখম করেছে৷ অন্য সরকারী আধিকারিক পালিয়ে প্রাণে বেঁচেছেন৷ ওই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্ত, ত্রিপুরার অন্যান্য প্রান্তেও এধরনের অনভিপ্রেত ঘটনার আশংকা করা হচ্ছে৷


তাই, আজ ঊনকোটি এবং সিপাহীজলা জেলা শাসক সহ সমস্ত জেলা শাসকরা পোয়াংবাড়ির ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপারদের অবগত করেছেন৷ কারণ, বিডিও এবং ডিসিএমদের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত হোক, চাইছেন সমস্ত জেলা শাসকরা৷ জেলা শাসকদের বক্তব্য, প্রশাসনিক সুযোগ-সুবিধা জনগণের পৌছে দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারী আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *