BRAKING NEWS

”অসুস্থ” কর্মীরা গণছুটিতে, বাতিল এয়ার ইন্ডিয়ার ৭০ উড়ান

নয়াদিল্লি, ৮ মে (হি. স.): বুধবার আচমকাই কর্মীসঙ্কটের জেরে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়া। যার জেরে বাতিল হয়ে গেল প্রায় ৭০টির বেশি বিমান। জানা গিয়েছে, এক সঙ্গে প্রায় ৩০০ কর্মী আচমকাই ছুটি নিয়েছেন, যার ফলে এমন পরিস্থিতি। কিন্তু এতজন একসঙ্গে ছুটি পেলেন কীভাবে। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলছেন, ”কোনও নোটিস না দিয়েই পাইলট, বিমানকর্মীরা অসুস্থ বলে ছুটি নিয়ে নেন। এর ফলে সমস্ত বিমান বাতিল করতে হয়। যাত্রীরাও হয়রানির মুখে পড়েন। প্রভূত ক্ষতি হয়েছে সংস্থার।”

কী কারণে বিমানকর্মীরা এমন কাণ্ড ঘটালেন তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে সূত্র মারফৎ খবর পাওয়া গেছে, বেতনের পরিবর্তিত কাঠামো নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। কর্মীরা আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় অসুস্থতার দোহাই নিয়ে কার্যত গণছুটি নিয়েছেন পাইলটরা। এদিকে কাজে আসছেন না অন্যান্য বিমানকর্মীরাও। ফলে রীতিমতো ভরাডুবি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *