BRAKING NEWS

Dilapidated condition of the road : ধলাই নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থার দরুন জন দুর্ভোগ চরমে উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ধলাই নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থার দরুন জন দুর্ভোগ চরমে উঠেছে ।কমলপুর নগর পঞ্চায়েতের অধীন ফুলছড়ি থেকে কমলপুর ঝুলন্ত সেতু এলাকার শতাধিক পরিবারের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।গত চার বছর ধরে ফুলছড়ি থেকে কমলপুর ঝুলন্ত সেতু পর্যন্ত ধলাই নদীর পশ্চিম তীরে বাঁধের রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। মনুষ্ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

দীর্ঘ দুই কিলোমিটার এই বেহাল রাস্তার উপর নির্ভর করে প্রায় শতাধিক পরিবার সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ও যান বাহনগুলি প্রতিদিন বিভিন্ন কাজে যাতায়াত করে। রাস্তায় ইট ফেলে মেরামত করার জন্য স্থানীয় পরিবার গুলি এলাকার বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েত,ও স্থানীয় পূর্ত দপ্তরের কাছে একাধিক বার লিখিত দাবী করে আসলেও কেউই আর রাস্তা মেরামত করার উদ্যোগ গ্রহন করে নি। ফলে গত চার বছর ধরে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি বাদলের মরশুমে এই বাঁধের উপর রাস্তাটির অবস্থা আরও করুন আকার ধারন করে। রাস্তা মেরামতের জন্য এলাকায় বসবাসকারিরা বিভিন্ন দপ্তরে বার বার আবেদন করার পরও রাস্তাটি চলাচলের উপযোগী করে না দেওয়ায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করে যাতায়াতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *