BRAKING NEWS

৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : প্রায় ৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া কিনতে টাটা সন্সের মত অনেক কোম্পানি দরপত্র জমা দিয়েছে। কিন্তু তাদের মধ্যে টাটা গ্রুপের নাম শীর্ষে রয়েছে।


চলতি বছরেই রাষ্ট্রীয় বিমান সংস্থা তথা এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার জন্য আর্থিক দরপত্র আহ্বান করেছিল। সে আহবানে সাড়া দিয়ে, টাটা গ্রুপ-সহ একাধিক কোম্পানি দরপত্র জমা দিয়েছে।


সূত্রের খবর, অনেক কোম্পানি এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এতে টাটা গ্রুপের নাম সর্বাগ্রে। এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপ ১৯৩২ সালে চালু করেছিল। ভারতের নিজস্ব এয়ারলাইন থাকা উচিত এই চিন্তা নিয়ে তখন কোম্পানির প্রধান জাহাঙ্গীর রতনজি দাদাভয় টাটা এয়ার ইন্ডিয়া শুরু করেছিলেন। তিনি নিজেও খুব দক্ষ পাইলট ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *