BRAKING NEWS

Biennial State Conference : অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ষষ্ঠদশ তম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। অন্ধদেরও সাধারণ মানুষের মতো সুন্দর জীবন অতিবাহিত করার অধিকার রয়েছে। তারা সুন্দর জীবন থেকে বঞ্চিত হলেও তাদের জীবন চলে। তবে তাদের জন্য মন্ত্রী হিসাবে নয়, মানুষ হিসাবে তাদের পাশে থেকে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করা হবে।

এ দায়িত্বের মাধ্যমে মানব ধর্ম পালিত হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ষষ্ঠদশ তম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলনে একথা বলেন তথ্য, সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। দৃষ্টিহীনদের প্রতিকূলতার মধ্যে থেকেও সম্মেলন করা হয়। পাশাপাশি এদিন দৃষ্টিহীন মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সামগ্রী। এদিন সম্মেলনের পর ২৬ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। এছাড়াও উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সভাপতি ব্রজহরি দেবনাথ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *