BRAKING NEWS

BJP coalition government is moving away from the people : জনগণের কাছ থেকে সরে যাচ্ছে বিজেপি জোট সরকার, তাই হামলা হচ্ছে : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি জোট সরকার৷ আর এর প্রধান কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা৷ এই অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে বিরোধী দলের পার্টি অফিসে হামলা, নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ মূলতঃ বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম পার্টি অফিসে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন৷


এদিন সন্ধ্যায় আগরতলায় সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি বলেন, একটা রাজনৈতিক হিংস্রতার মধ্যে রাজ্যটা যে চলছে তা আজকের বেশ কিছু ঘটনা প্রমাণিত৷ লাগাতর আক্রমণের ঘটনাগুলি পরিকল্পিতভাবে করা হয়েছে৷ তিনি বলেন, এদিন কাঠালিয়া পার্টি অফিস ভাঙচুর করেছে৷ কাঠালিয়া লোক্যাল কমিটির সেক্রেটারির বাড়িতে ভাঙচুর করেছে৷

এরপর বিশালগড়ে সিপিএমের বৈঠক শেষে বিজেপির দুসৃকতিকারীরা বুলডোজার নিয়ে গিয়ে পার্টি অফিসের গেইট ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়৷ পার্টি অফিসের কাছে দলীয় কর্মী পার্থ মজুমদারের বাড়িতে ভাঙচুর করেছে৷ উদয়পুরে যুবদের আন্দোলন কর্মসূচিতে বিজেপির দুসৃকতিকারীরা হামলা করেছে৷
সদর জেলা কমিটির অফিসে হামলা ভাঙচুর করেছে৷ রাজ্য কমিটির অফিসে হামলা চালায়৷ বিজন ধর জানান, এদিন আচমকা দুসৃকতিরা পার্টি অফিসের দুতলায় উঠে আসে৷ ব্যাপক ভাঙচুর করেছে৷ এই অবস্থায় পুলিশের সাথে যোগাযোগ করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ কথা বলেছেন মুখ্যসচিবের সাথে৷


বিজন ধর বলেন, তবে নতুন ধাঁচে আক্রমণ করা হচ্ছে৷ জনগণের উপর যে অত্যাচার, সরকারি অর্থ নয়ছয় করা, লুন্ঠন করা৷ এগুলির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন৷ মানুষের যে আন্দোলন তাতে নেতৃত্ব দিচ্ছে সিপিএম তথা বামপন্থীরা৷ এইরকম অবস্থাতে আক্রমণ হচ্ছে জনগণকে ভয় দেখানে৷ যাতে প্রতিবাদ করতে না পারে৷ মানুষের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে সিপিএমের অফিসগুলি ব্যবহৃত হচ্ছে৷ আর তাই এই কেন্দ্রগুলিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে শাসক দল বিজেপির দুসৃকতিরা৷ জনগণের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিপিএমের পার্টি অফিসগুলিক গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *