BRAKING NEWS

‘Fit India Freedom Run’ : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলায় ‘ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷পশ্চিম ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আজ সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ’ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান’ অনুষ্ঠিত হয়৷ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী পতাকা নেড়ে ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানের সূচনা করে বলেন, স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ রাজ্যের জেলা ও মহকুমা স্তরে ছড়িয়ে দিতে হবে৷ এ ধরনের দৌড় যুবক যুবতীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ও দেশাত্ববোধের চেতনায় জাগ্রত করবে৷ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ফিট ইণ্ডিয়া ভাবনাকে একটি আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা সুকল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, দপ্তরের অন্যান্য ক্রীড়া আধিকারিকগণ, প্রাক্তন ক্রীড়াবিদ, প্রাক্তন কোচ প্রমুখ৷ ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানে পুরুষদের ৩ কিমি ও মহিলাদের ২ কিমি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিভিন্ন কোচিং সেন্টার থেকে ৮৭ জন দৌড়বিদ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন৷ পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম ৫ জনকে পুরস্ক’ত করা হয়৷ পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, দ্বিতীয়, ত’তীয়, চতুর্থ ও প’ম হয়েছেন যথাক্রমে অরুন্ধতীনগর কোচিং সেন্টারের প্রদীপ চন্দ্র দাস, রাণীরবাজার প্লে সেন্টারের মোবারক হোসেন, নবগ্রাম প্লে সেন্টারের সানি গোপ ও আনন্দনগর কোচিং সেন্টারের বাচ্চু মিঞা৷ মেয়েদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছেন কলেজ প্লে সেন্টারের মাম্পি দে ও স্নিগ্দা চৌধুরী, ত’তীয় ও চতুর্থ হয়েছেন রাণীরবাজার প্লে সেন্টারের লিপিকা দেবনাথ ও আফরোজা আক্তার, প’ম হয়েছেন নবগ্রাম প্লে সেন্টারের পূজা দাস৷ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ প্রত্যেক বিজয়ীকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *