BRAKING NEWS

নারদকাণ্ডের তদন্ত শুরু করল সিবিআই

কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : নারদ কাণ্ডের তদন্তে ব্লু প্রিন্ট শনিবারই চূড়ান্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই| সূত্রের খবর, ৪২৮ মিনিটের ভিডিও ফুটেজ খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে সিবিআইয়ের বিশেষ দল| তদন্তের নেতৃত্বে আছেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার এসপি নাগেন্দ প্রসাদ| এদিন দিল্লি থেকে এসেছেন সিবিআইয়ের তিন অফিসার| জানা গিয়েছে, এদিন সকালে হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোডের রাষ্ট্রায়ত ব্যাঙ্কের লকার থেকে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন সিবিআইয়ের আটজনের একটি দল| সেই ফুটেজ দেখার পাশাপাশি ভিডিও সংক্রান্ত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টও খতিয়ে দেখা হবে| অনুবাদ করা হবে ফুটেজের কথোপকথনও| সমস্ত নথি খতিয়ে দেখে কাদের তলব করা হবে, সেই নামের তালিকাও চূড়ান্ত করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *