BRAKING NEWS

নেপালে পরপর দু’বার মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক যথাক্রমে ৪.৬ ও ৪.৭

কাঠমাণ্ডু, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): পরপর দু’বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল| কম্পন অনুভূত হয়েছে কাঠমাণ্ডু উপত্যকাতেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬ ও ৪.৭| ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৯.২২ মিনিট নাগাদ প্রথমে ৪.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নেপালে| প্রথম ভূকম্পনের প্রায় আধ ঘন্টা পর সকাল ১০.০৬ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

এনএসসি জানিয়েছে, উভয় ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৪৫ কিলোমিটার পূর্বে রামেছাপ জেলায়| কম্পনের টের পাওয়া যায় কাঠমাণ্ডু উপত্যকা সহ পার্শ্ববর্তী জেলায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *