BRAKING NEWS

দেশবিরোধী কার‌্যকলাপ ও প্রচারের দায়ে ১১ সিমি জঙ্গির যাবজ্জীবন

ইন্দোর (মধ্যপ্রদেশ), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দেশবিরোধী কার‌্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, অবৈধ প্রশিক্ষণ শিবির চালানো এবং জাতীয়তা বিরোধী প্রচারের দায়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) পান্ডা সফদর নাগোরিসহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মধ্যপ্রদেশের ইন্দোরের জেলা আদালত| অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হয়েছে| এই মামলাতেই অভিযুক্ত মনুরোজ জামিনে মুক্ত ছিল| তাকেও হেফাজতে নেওয়া হয়েছে|

নাগোরিদের এই রায় ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা থাকায় ইন্দোর আদালতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল| সরকারি আইনজীবী বিমল মিশ্র বলেছেন, ২০০৮ সালের ২৬ মার্চ প্রচুর অস্ত্র সহ ১১ জন সিমি জঙ্গিকে গ্রেফতার করা হয়| তল্লাশিতে তাদের বাড়ি থেকে আপত্তিজনক সিডি, দেশবিরোধী নথিপত্র পুলিশ উদ্ধার করে| এতদিন ধরে বিচার চলার পর এদিন রায় ঘোষণা করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *