BRAKING NEWS

তামিলনাড়ুর উপকূলে নৌকাডুবি, মৃত ৯ পর‌্যটক, কানপুরে স্কুলবাস উলটে জখম ২০ শিশু পড়ুয়া

তুতিকোরিন/কানপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুর তুতিকোরিন উপকূলে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় মৃতু্য হল ৯ জন পর‌্যটকের| এখনও পর‌্যন্ত ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| তাঁদের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| জেলা কালেক্টর এম রবি কুমার জানিয়েছেন, নৌকাডুবির ঘটনাটি ঘটেছে তুতিকোরিনের মানাপড় এলাকায়| ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে|

জেলা কালেক্টর এম রবি কুমার জানিয়েছেন, তিরুচেন্দুরের তিনটি পরিবার বেড়াতে এসেছিল| তাঁরাই মাছধরার নৌকা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন| নৌকাডুবির ঘটনায় ৯ জন পর‌্যটকের মৃতু্য হয়েছে| এখনও পর‌্যন্ত ১৭ জনকে উদ্ধার করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের একটি স্কুলবাস| কানপুরের রুসলাবাদের কাছে দুর্ঘটনায় পড়ে ২০ জন শিশু জখম হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে| প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুতগতিতে আসছিল| হঠাত্ কুর্সি খেড়া গ্রামের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়| তখন বাসে ৪০ জন শিশু ছিল| আহত হয়েছে ২০ জন শিশু| স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে| বাসের কাচ ভেঙে আহত স্কুল পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *