BRAKING NEWS

জাতীয় পাওয়ার লিফটিং : রাজ্য দল গঠনের জন্য সিলেকশন ট্রায়াল ১২মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। আগামী জুন-জুলাই মাসে তিনটি ন্যাশনাল মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। জাতীয় জুনিয়র এবং সাব-জুনিয়র পুরুষ এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জুন, পাঞ্জাবের পাতিয়ালায়। ন্যাশনাল জুনিয়র এবং সাব জুনিয়র পুরুষ এবং মহিলা বিভাগে ক্লাসিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুন রাজস্থানের গঙ্গানগরে। উভয় ক্ষেত্রে সাব-জুনিয়র বিভাগে বয়স ১২ থেকে ১৮ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ২০০৬ থেকে ২০১২ এর মধ্যে। জুনিয়র বিভাগের বয়স ১৯ থেকে ২৩ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ২০০১ থেকে ২০০৫ এর মধ্যে। ন্যাশনাল মাস্টার্স ইকুইপড এন্ড ক্লাসিক পুরুষ এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৬ জুলাই মধ্যপ্রদেশের ইন্দোরে। এক্ষেত্রে বয়স মাস্টার – ওয়ান ৪০ থেকে ৪৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৭৫ থেকে ১৯৮৪ এর মধ্যে। মাস্টার – টু ৫০ থেকে ৫৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৬৫ থেকে ১৯৭৪ এর মধ্যে। মাস্টার – থ্রি ৬০ থেকে ৬৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৫৫ থেকে ১৯৬৪ এর মধ্যে। মাস্টার – ফোর; জন্ম সাল হতে হবে ১৯৫৪ অথবা তারও আগে। এ উপলক্ষে সিলেকশন ট্রায়াল আগামী ১২ মে, রবিবার সকাল দশটায় এনএসআরসিসি-তে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছু উপযুক্ত খেলোয়ারদের ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি রিংকু দাসের সঙ্গে ৮৭৮৭৩১১৫০১ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *