BRAKING NEWS

চিকিত্সার নামে ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নাম না করে বেসরকারি হাসপাতাল অ্যাপেলোকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার নিউটাউনে একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, হাসপাতাল কসাইখানা নয়, হাসপাতাল ব্যবসার জায়গাও নয়| মুখ্যমন্ত্রী একথা মনে করিয়ে বলেন, সব হাসপাতাল সমান নয়, সব হাসপাতাল সেবার নামে ব্যবসা করে না| কিন্তু কিছু কিছু হাসপাতাল কর্তৃপক্ষের জন্য স্বাস্থ্য দফতরের বদনাম হচ্ছে| তিনি হাসপাতালের নামে ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন| রাজ্য সরকারের তরফে অভিযোগগুলো তুলে নার্সিংহোমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, অসুখ দেখিয়ে ভয় দেখানো হচ্ছে| পা থেকে মাথা পর‌্যন্ত পরীক্ষা করা হচ্ছে| টাকা লুঠ করার এইসব পন্থা বন্ধ করতে হবে| সবকিছু যেন লাগামছাড়া না হয়| রোগীর মৃতু্যর পর রোগীর পরিবারের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়| তাঁরা ভুল করে ফেলেন| আমাদেরও নিশ্চয় কোথাও কোথাও ভুল হয়| তা বলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন অমানবিক হবে| কেন ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট বন্ধক রাখার ঘটনা ঘটবে হাসপাতালে? মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না, নার্সিংহোম কর্তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী|
তিনি আরও বলেন, হাসপাতাল তো প্রোমোটিং বিজনেস নয়, যা থেকে আমি ফ্ল্যাট তৈরি করব| যা হয়েছে , এবার নতুন করে শুরু করুন| কলকাতা থেকে জেলা সবাইকে এই কথা বলছি| এফডি সার্টিফিকেট বা দলিল চাইবেন না| এইটুকু সীমা রাখুন, তাহলে সরকার আপনাদের পূর্ণ সহযোগিতা করবে| তা না হলে সরকার রেওয়াত করতে দু’বার ভাববে না| এর পাশাপাশি তিনি শিশুপাচারকেও বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *