BRAKING NEWS

ছাবিবশ দিন যাবত সুকলে তালা, হেলদোল নেই শিক্ষা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ ছাবিবশ দিন যাবত সুকলে তালা ঝুলছে৷ হেলদোল নেই দপ্তরের৷ এনিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিয়েছেন অবিলম্বে সুকল খোলার জন্য৷ ঘটনা দক্ষিণ জেলার সাব্রুমের ছাতারাই জে বি সুকলে৷ সংবাদে প্রকাশ গত ৩০ জানুয়ারী সুকলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ সুকলের পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে৷ সেই সাথে নেই প্রয়োজন সংখ্যায় শিক্ষক শিক্ষিকা৷ বিভিন্ন সময়ে এই বিষয়ে সুকলের প্রধান শিক্ষকের কাছে দাবী জানানো হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ কিন্তু, দাবী পূরণ না হওয়ায় ছাত্রছাত্রীরা সুকলে তালা ঝুলিয়ে দিয়েছিল অনির্দিষ্ট কালের জন্য৷ সেই থেকে আজ পর্যন্ত সুকলটি তালা অবস্থায় রয়েছে৷ কোন শিক্ষক শিক্ষিকাই সুকলে যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ সুকলের এই অচলাবস্থা থাকা সত্বেও দপ্তরের তরফ থেকে কোন হেলদোল নেই৷ শেষ পর্যন্ত শনিবার অভিভাবকরা স্থানীয় বিদ্যালয় পরিদর্শকের সাথে সাক্ষাৎ করেন এবং দাবী জানিয়েছেন অবিলম্বে সুকলের পরিকাঠামো উন্নত করা হোক৷ প্রয়োজন সংখ্যায় শিক্ষক নিয়োগ করা হোক৷ সর্বোপরি সুকল চালু করে পঠন পাঠন স্বাভাবিক করা হোক৷
প্রসঙ্গত, রাজ্যের বহু সুকলে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ আবার অনেক সুকলে প্রয়োজনের সংখ্যায় অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ এই অবস্থায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাজকর্মে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা৷ কিছুদিন অন্তর অন্তর শিক্ষকের দাবীতে সুকলে তালা দেওয়া হচ্ছে৷ সুকল বয়কট করা হচ্ছে বলে শিরোনামে আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *