BRAKING NEWS

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হার ভারতের

পুণে, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই ৩৩৩ রানে হেরে গেল ভারত| ৪৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল| প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ওকিফি| তাঁর বলের কোনও হদিশই পেলেন না ভারতীয় ব্যাটসম্যানরা| ফলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে| ২০০৪ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল টিম ইন্ডিয়াকে|

এই ম্যাচে দু ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার ফলে হারতে হল ভারতকে| প্রথম ইনিংসে মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল ভারত| দ্বিতীয় ইনিংসে অবশ্য সেরকম কিছু হয়নি| নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বিরাটরা| মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ম্যাচ|

এর আগে অধিনায়ক স্টিভ স্মিথের শতরানের দৌলতে ভারতের সামনে পুণে টেস্টে ৪৪১ রানের টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া| শনিবার ম্যাচের তৃতীয় দিন মধ্যাহ্নভোজনের মধ্যেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের যবনিকা পতন হয় ২৮৫ রানে| ২০২ বলে ১১টি চারে সাজানো ১০৯ রানের ইনিংস খেলে স্মিথ নিজের টেস্ট কেরিয়ারের ১৮তম শতরানই শুধু করেননি, ভারতের সামনে পুণের ভঙ্গুর উইকেটে এক কঠিন চ্যালেঞ্জও ছুঁড়ে দেন| একদিকে মারাত্মক টার্ন, আবার তার সঙ্গে আচমকা বাউন্সও পুণের এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা দুঃসাধ্য হয়ে উঠতে চলেছে বিরাট বাহিনীর সামনে|

গতকালের ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে এদিন তৃতীয় দিনের খেলা শুরু করে বেশিদূর এগতে পারেনি ক্যাঙ্গারু-বাহিনী| প্রথম সেশনের ৪১ ওভারে ১৪২ রান তুলেই তাদের বাকি সকলে আউট হয়ে যায়| প্রথম  ইনিংসের লিডের দৌলতে তারা এগিয়ে থাকে ৪৪০ রানে| ২৪৬ রানের মাথায় স্মিথ ফিরে গেলেও প্রথম ইনিংসের মতো আগ্রাসী মেজাজে খেলতে থাকেন মিশেল স্টার্ক| তবে ৩১ বলে ৩০ রানেই থেমে যান তিনি| ৩টি ছক্কা, ২টি বাউন্ডারি মারেন তিনি| স্টার্ক বোলার হয়েও দু’ইনিংসেই যেভাবে ব্যাট করলেন, ভারতের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরাও সেভাবে ব্যাট করতে পারেননি| তার ফলেই লজ্জাজনকভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়তে হল বিরাটের টিম ইন্ডিয়াকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *