BRAKING NEWS

টাকা হাতিয়ে মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে সাত বছরের সাজা

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে সাত বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর| ভুয়ো কর্মী সাজিয়ে মেয়ের অ্যাকাউন্টে এই টাকা পাচার করা হয়েছিল বলে অভিযোগ| বিশেষ সিবিআই বিচারক গুরদীপ সিং এই মামলায় অভিযুক্ত নীলম সেহগলকে ১৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন| এর পাশাপাশি নীলম নামে ওই প্রৌঢ়ার স্বামী জগদীশ সেহগলকেও পাঁচ বছরের সাজা ঘোষণা করলেন বিচারক| জগদীশ নিজেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন|

এই ঘটনায় স্ত্রী নীলমকে সহযোগিতা করায় তাঁকে সাজা শোনালেন বিচারক| এছাড়া তাদের মেয়ে রীতু সেহগলকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে| যদিও তিনি জানতেন না তার নামে এভাবে কোনও অ্যাকাউন্টে টাকা জমছে ও তিনি কখনও টাকা তোলেননি বলে জানিয়েছে| আদালত জানিয়েছে, নীলম নিজের পদাধিকারের অপপ্রয়োগ করে বেতনের বিল, বকেয়া টাকা, অন্যান্য বিল তৈরি করে টাকা লুটেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *