BRAKING NEWS

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান, জানাল স্যাট-এর ডিভিশন বেঞ্চ

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হল রাজ্যের দয়ার দান| রাজ্য সরকার চাইলে দেবে, না চাইলে দেবে না| রাজ্য সরকারি কর্মচারীদের এক মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একথা জানাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইৱুনাল (স্যাট)| একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মামলাটিও খারিজ করে দিল বিচারপতি অমিত তালুকদারের ডিভিশন বেঞ্চ|

রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় ৪৮ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে| কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্র ঠিকসময়ে দেয়| কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ঠিকসময় পান না| এই নিয়ে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন| মার্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও এদিন জরুরিভিত্তিতে মামলার শুনানি হয়| সেখানে ডিভিশন বেঞ্চ জানায়, মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান| রাজ্য সরকার চাইলে দেবে, না হলে নয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *