BRAKING NEWS

ফের পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত । রবিবার বেঙ্গালুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দেন ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে টানা দুবার দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। সেইসঙ্গে চলতি টুর্নামেন্টেই গ্রুপ পর্যায়ে পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় দলের সদস্যরা। ম্যাচের সেরা ৯৯ রানে অপরাজিত প্রকাশ জয়রামাইয়া ।
এদিন প্রথম ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন কেতন পটেল ও জাফর ইকবাল। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ম্যাচের সেরা প্রকাশ জয়রামাইয়া ৯৯ রানে অপরাজিত থাকেন। আউট হন অজয় কুমার রেড্ডি (৪৩)। তিনি রান আউট হন। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মদর মুনীর। টুর্নামেন্টে তিনি ৫৭০ রান করেছেন।
গ্রুপে ৯ টি ম্যাচের মধ্যে আটটিতেই জিতে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে একটা ম্যাচেও হারেনি। কিন্তু ফাইনালে বাজিমাত করে গেল ভারত। ২০১২ সালে বেঙ্গালুরুতে প্রথমবার বসেছিল অন্ধদের টি ২০ বিশ্বকাপের আসর। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাঁচ বছর পর আবার তারা সেরা, বেঙ্গালুরুতেই। আগামী বছরের বিশ্বকাপ শুরু হবে ৩০ জানুয়ারি।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গয়াল। তিনি বলেছেন, ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল ভারতীয় ক্রীড়ার ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের রচনা করলেন। তিনি যোগ করেন, ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সেও ভারতীয় প্যারা অ্যাথলিটরা সাফল্য পেয়েছে। তারপর ফের ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলও সেই নজির গড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *