BRAKING NEWS

দীর্ঘ বিরতির অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে শ্রীলঙ্কান দলে ঠাঁই পেলেন মালিঙ্গা

Malingaকলম্বো, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ফিটনেস সমস্যা কাটিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শ্রীলঙ্কান পেস আইকন লাসিথ মালিঙ্গা| অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়েছে| হাঁটুর সমস্যার কারণে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপের আগে নিজে দল থেকে সরে দাঁড়ানোর পর এ প্রথম লঙ্কান স্কোয়াডে শোভা পাচ্ছে ৩৩ বছর বয়সী মালিঙ্গার নাম|
দক্ষিণ আফ্রিকায় টি-২০ দলকে নেতৃত্ব দিলেও ফর্মহীন দিনেশ চান্দিমালকে বাদ দেওয়া হয়েছে| বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চোট পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া উপুল থারাঙ্গার কাঁধেই থাকছে অধিনায়কত্ব| পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে না থাকা অলরাউন্ডার দাসুন শানাকা ও মিলিন্ডা সিরিবর্ধনা, ব্যাটসম্যান দিলশান মুনাবেরা ও চামারা কাপুগেদারা ফের জাতীয় দলে ফিরেছেন | তবে ধনাঞ্জয়া ডি সিলভা, থিকশিলা ডি সিলভা, নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমল দলে নেই| উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা ও লেগস্পিনার জেফরি ভান্ডারসেরও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি|
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি| খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে| বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ ফেব্রুয়ারি যথাক্রমে ভিক্টোরিয়া ও অ্যাডিলেড ওভালে|
শ্রীলঙ্কা স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আসিলা গুনারাত্নে, দিলশান মুনাবেরা, কুশল মেন্ডিস, মিলিন্ডা সিরিবর্ধনা, সাচিথ পাথিরানা, চামারা কাপুগেদারা, সিকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, দাসুন শানাকা, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়া|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *