BRAKING NEWS

এবার রেশনে ভর্তুকিতেও বাধ্যতামূলক আধার কার্ড

AADHARনয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : এবার রেশনে ভর্তুকির শস্য কেনার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র| যাঁদের আধার নেই, তাঁদের আগামী ৩০ জুন পর‌্যন্ত নতুন কার্ড করার সময়সীমা বেঁধে দিল মোদী সরকার| কেন্দ্র চাইছে, রান্নার গ্যাসের মতই রেশনের ক্ষেত্রেও, ভর্তুকির টাকা আধারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পড়ুক| সেই জন্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে তত্পর মোদী সরকার|
গতকাল ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক দফতর এক নির্দেশিকা জারি করে ঘোষণা করে জানিয়ে দেয়, রেশনের মাধ্যমে ভর্তুকির শস্যদানা নিতে হলে প্রত্যেক রেশন কার্ডের মালিককে আধার কার্ডের তথ্য পেশ করতে হবে| ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ভর্তুকির সুবিধা পাওয়ার যোগ্য, অথচ এখনও হাতে আধার কার্ড পাননি, তাঁদের আগামী ৩০ জুন পর‌্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হবে| এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড করিয়ে তার তথ্য রেশনে জমা দিতে হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *