BRAKING NEWS

সাময়িক বিরতির অবসান, নোট বাতিল নিয়ে পুনরায় শুরু তৃণমূলের ধর্না

tmcনয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): মাঝে কয়েকদিনের বিরতি মাত্র| ৱুধবার থেকে সেই পুরনো নোট বাতিল ইসু্য নিয়ে পুনরায় শুরু হল তৃণমূলের ধর্না| সবটাই অবশ্য দলনেত্রীর নির্দেশে| ৱুধবার সকালেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে তৃণমূল নেত্রী লেখেন, ‘নোট বাতিলের তিন মাস পূর্ণ হল| দেশকে বেলাইন করে দিয়েছে ডিমানিটাইজেশন ও রিমানিটাইজেশন|’ বিমুদ্রাকরণ ইসু্যতে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা লেখেন, ‘লক্ষ্যহীন, দিশাহীন, উদ্দেশ্যহীন পদক্ষেপ|’
দলনেত্রীর টুইটের কিছু পরেই সংসদে গান্ধীমূর্তির পাদদেশে নোট বাতিল ইসু্য নিয়ে ধর্না দেন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ইদ্রিশ আলি, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, প্রতিমা মণ্ডল প্রমুখরা| প্রত্যেকেরই হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডেমো-রোমে ডিরেইলড দ্য নেশন’| অর্থাত্ ‘দেশকে বেলাইন করে দিয়েছে বিমুদ্রাকরণ|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *