BRAKING NEWS

দেশবাসীর জন্য সুখবর, ১৩ মার্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা থাকছে না

100-currencyমুম্বই ও নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ল| চলতি মাসের ২০ তারিখ থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে সাপ্তাহিক ৫০ হাজার টাকা পর‌্যন্ত তোলা যাবে| আরও স্বস্তি মিলবে মার্চ মাসের ১৩ তারিখ থেকে| কারণ, ১৩ মার্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকছে না| তখন যত খুশি টাকা তুলতে পারবেন দেশবাসী| ৱুধবার এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)|
গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে নোট বাতিলের পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা দুই ধাপে এবার পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছে আরবিআই| নোট বাতিলের পর ৱুধবার তিন মাস পূর্ণ হল| এদিন আরবিআই জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সাপ্তাহিক ৫০ হাজার টাকা পর‌্যন্ত তোলা যাবে| তার পর ১৩ মার্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে আরও কোনও ঊর্ধ্বসীমা থাকছে না| উল্লেখ্য, বর্তমানে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে এক সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তোলা যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *