BRAKING NEWS

ভূমিকম্প শেষ পর‌্যন্ত এসেই গেল, রাহুলকে ব্যঙ্গ অতুলনীয় প্রধানমন্ত্রীর

earth-quakeনয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভূমিকম্পের হুমকি দেওয়া হচ্ছিল অনেক দিন ধরেই, শেষ পর‌্যন্ত ভূমিকম্প এসেই গেল| নাম না করেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ব্যঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত ৯ ডিসেম্বর নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী| নোট-দুর্নীতিতে মোদী জড়িত রয়েছেন বলে অভিযোগ করে রাহুল বলেছিলেন, ‘নোট বাতিল-কাণ্ড নিয়ে আমি সংসদে বলার সুযোগ পেলে ভূমিকম্প হবে|’ রাহুলের এই মন্তব্যের পর কেটে গিয়েছে বহুদিন| তবে, একটুও ভোলেননি প্রধানমন্ত্রী| সোমবারই রাত ১০.৩৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি সহ গোটা উত্তর ভারত| এরপর মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী|
ধন্যবাদজ্ঞাপন ভাষণে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গতকাল যে রাজ্যে ভূমিকম্প হয়েছে, সেখানকার মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি| কিন্তু শেষ পর‌্যন্ত ভূমিকম্প এসেই গেল| অনেক দিন ধরেই ভূমিকম্পের হুমকি দেওয়া হচ্ছিল|’ প্রধানমন্ত্রী এই ভাষণ শেষ হতেই হাসির রোল ওঠে বিজেপি শিবিরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *