BRAKING NEWS

নির্ৱিঘ্নে সম্পন্ন হল পঞ্জাৱ ও গোয়ার ভোটগ্রহণ পর্ৱ

Vote India Partyঅমৃতসর এৱং পানাজি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শনিৱার নির্ৱিঘ্নে শেষ হল পঞ্জাৱ ও গোয়া রাজ্যের ভোটগ্রহণের প্রক্রিয়া| এদিন থেকে সকাল থেকে নির্ৱাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উত্সাহ দেখা গিয়েছে| পঞ্জাৱে ৱিজেপি-শিরোমণি অকালি দলের জোট সরকারের মূল প্রতিপক্ষ হল কংগ্রেস| পঞ্জাৱের ১১৭টি আসনের জন্য লড়াই চালাচ্ছেন ১১৪৫ জন প্রার্থী| ভোটদাতার সংখ্যা ১.৯৮ কোটি| এদিন ভোট শেষ হওয়া পর্যন্ত পঞ্জাৱে ভোট পড়েছে ৬৬ শতাংশ|অন্যদিকে, গোয়ায় ৪০ আসনে ১১ লক্ষ ভোটার ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করৱেন| গোয়ায় ভোট পড়েছে ৮৩ শতাংশ| ফলপ্রকাশ হৱে ১১ মার্চ|
এক দফাতেই সমস্ত আসনে ভোটগ্রহণ হৱে এই দুই রাজ্যে| পঞ্জাৱ ও গোয়াতে ভোটগ্রহণ ভারতীয় জনতা পার্টি (ৱিজেপি)-র কাছে ৱড় পরীক্ষা হতে চলেছে| পাশাপাশি এই দুই রাজ্যেই শাসক-ৱিজেপি জোটের সঙ্গে কংগ্রেসের লড়াইয়ে উল্লেখযোগ্য শক্তি হিসেৱে উঠে এসেছে আম আদমি পার্টি| শনিৱার সকাল ৭টা থেকে গোয়ার ৪০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়| সকালেই লাইনে দঁাড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর| অন্যদিকে, পঞ্জাৱের ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে| মা অৱতার কৌরের সঙ্গে সকাল সাড়ে ১১টা নাগাদ জলন্ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ক্রিকেটার হরভজন সিং| মোহালিতে ভোট দিলেন আম আদমি পার্টির ভগৱন্ত সিং মান| সকাল থেকে পঞ্জাৱ ও গোয়ার ভোটকেন্দ্রের ৱাইরে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *