BRAKING NEWS

নিরাপত্তায় জোর দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.৭৪ লক্ষ কোটি টাকা

MinOfDefenceনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এবছরের সাধারণ বাজেটে দেশের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে রেকর্ড পরিমাণ অর্থ সামরিক খাতে বরাদ্দ করা হল| বুধবার সংসদে সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ২.৭৪ লক্ষ কোটি টাকা| এই টাকা সেনাবাহিনীর আধুনিকীকরণ ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে ব্যয় করা হবে| তবে এর মধ্যে সেনাকর্মীদের পেনশনের টাকা অন্তর্ভুক্ত নয়| ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় নয়া বাজেটে প্রতিরক্ষা খাতে ১১% বেশি টাকা বরাদ্দ করা হয়েছে| ২০১৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যয়  করা হয়েছিল ২.৪৬ লক্ষ কোটি টাকা| বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা, চিন ও পাকিস্তানের আগ্রাসী কার্যকলাপ রুখতে সেনাবাহিনীকে আরও মজবুত করতে চলেছে| ভারত সম্প্রতি, ফ্রান্স থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি| এছাড়াও রাশিয়া থেকে  ভীষ্ম ট্যাঙ্ক ও কয়েক হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও| কেনা হয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি খুঁজতে ও যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সমরসজ্জার গোপন খবর খুঁজতে ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে| পাশাপাশি, বায়ুসেনার এলিট ফোর্স গরুড় কমান্ডোদের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর জন্য আধুনিক বুলেটপ্রুফ ভেস্ট কিনবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *