BRAKING NEWS

নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়

new-currencyনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : করফাঁকি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার| এবার থেকে তিন লক্ষ টাকার বেশি নগদে লেনদেন আর করা যাবে না| এদিন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| এই নিয়ম আগামী ১ এপ্রিলের পর থেকে লাগু করা হচ্ছে| এভাবেই কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে অরুণ জেটলি জানান|

অন্যদিকে, বেআইনি চিটফান্ড নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, লক্ষ লক্ষ গরিব মানুষ বেআইনি আর্থিক সংস্থার প্রতারণার শিকার হয়েছে| অবিলম্বে ব্যবস্থা নিতে চলতি অধিবেশনেই একটি বিল আনা হবে| একই সঙ্গে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট সংশোধনের কথাও বলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *