BRAKING NEWS

নির্দ্ধারিত সময়ে রাস্তা সংস্কার হয়নি পালাটনায় অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাস stop-road-closed-sign-k-6721সময়ের মধ্যে সংস্কার করার কথা থাকলেও তিনবছর পেরিয়ে গেলেও অর্ধ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে৷ প্রতিবাদে মঙ্গলবার পালাটানা ব াজারে পথ অবরোধ করেন ক্ষুব্দ জনতা৷
উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাসের মধ্যে সংস্কারের জন্য বরাত হয় ঠিকেদারকে৷ নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকেদারী সংস্থা নায়েক কোম্পান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি৷ রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায়৷ যান চলাচলে অসুবিধের সৃষ্টি হচ্ছে৷ পালাটানা বাজারের সীমানায় ড্রেইন করে জল আটকে রাখা হয়েছে৷ ফলে ক্রেতা বিক্রেতারা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজনের সংখ্যাও নেহাতাই কম নয়৷ মঙ্গলবার ঈদের বাজারে যাতে ক্রেতারা দোকানপাটে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে সেজন্য ড্রেইনের জল নিষ্কাশন ও কাদা মাটি পরিষ্কার করে দেবার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু ঠিকেদারী সংস্থা তাতে পাত্তাই দেয়নি৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এমনকি মঙ্গলবার বাজারে পথ অবরোধ করেন স্থানীয় জনগণ৷ অবরোধের খবর পেয়ে কাকড়াবন থানার ওসি কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা ছুটে আসেন৷ ঠিকেদারী সংস্থার লোকজনরাও অবরোধস্থলে আসেন৷ শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়৷ তারপরই পথ অবরোধ মুক্ত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *