বাজারিছড়া (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা ও মিজোরাম সীমান্তবর্তী বালিপিপলা এলাকার দেওয়ালিতে জনৈক বাইক আরোহী যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় জনমনে। পুলিশও এই রহস্যমৃত্যু সম্পর্কে ধন্দে রয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন, তা এই খবর লেখা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। মৃত যুবককে বাজারিছড়ার ছাগলমোহা গ্রামের জনৈক বারীন্দ্রকুমার দাসের বছর ৩৪-এর শ্যামলকুমার দাস বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা সম্পর্কে মৃতের পরিবারের সদস্যরা জানান, শ্যামল দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার দামছড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্ৰির কাজ করছিলেন। সোমবার রাত দশটা নাগাদ কাজ শেষে নিজের বাড়িতে আসার জন্য তিনি মোটর বাইকে রওয়ানা দেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে আর বাড়ি ফেরা হয়নি।
আজ মঙ্গলবার সকালে বালিপিপলার দেওয়ালি গ্রামে সড়কের পাশে তাঁর নিথর দেহ এবং বাইকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় কটামণি পুলিশ আউট পোস্টে। খবর পেয়ে পুলিশ অকুস্থলে পৌঁছে প্রাথমিক এনকুয়েস্ট করে শ্যামলের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠিয়ে দেয়।
পরে আজই বিকালে ময়না তদন্ত শেষে শ্যামলের মৃতদেহ তাঁর পরিবারের লোকদের হাতে সমঝে দেয় পুলিশ। এদিকে এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতেই শ্যামল দাসের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শ্যামলের মাতৃহারা একটি ছোটো কন্যাসন্তান সহ বাবা-মা এবং আত্মীয়স্বজন রয়েছেন।
দুর্ঘটনা সম্পর্কে কটামণি পুলিশ আউটপোস্টের এসআই ধনস্বরাজ বসুমাতারি জানান, পুলিশ তদন্তে নেমেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ মুহূর্তে কিছুই স্পষ্ট করে বলা যাবে না।

