ভালসাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে প্রাণ হারালেন দু’জন। ভয়াবহ বিস্ফোরণের আহত হয়েছেন আরও দু’জন। সোমবার রাত এগারোটা নাগাদ জিআইডিসি সারিগাম এলাকায় অবস্থিত একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ হয়। ভালসাদের পুলিশ সুপার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ অজানা। রাতে সাময়িকের জন্য বন্ধ রাখা হয় উদ্ধারকাজ, পরে মঙ্গলবার সকাল থেকে পুনরায় তা শুরু হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ ভালসাদ জেলার জিআইডিসি রাসায়নিক জোনে সারিগাম এলাকায় অবস্থিত ভান পেট্রোকেম ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ও ওই বহুতলের একাংশ ভেঙে পড়ে। দমকল ও পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে ও দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।