ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। দুর্দান্ত সাফল্য পেয়েছে ত্রিপুরার পাওয়ার লিফটার অমল কুমার ঘোষ। এই সাফল্যের সুবাদে আসন্ন এশিয়ান গেমস পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলে স্থান করে নিয়েছে। জম্মুতে অনুষ্ঠিত জাতীয় আসরে এবং সিলেকশন ট্রায়ালে ত্রিপুরার অমরদ্বীপ দেববর্মাও অংশ নিয়েছিলেন। রাজ্য দলের কোচ শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রীয়তোষ দাসও বর্তমানে সিলেকশন ট্রায়ালে রয়েছেন। উল্লেখ্য, আগামী ১ থেকে ৬ মে কেরালায় এশিয়ান গেমস পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মুর ভগবতী নগরে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় আসর ও সিলেকশন ট্রায়ালে অমল কুমার ঘোষ ব্যাক স্কোয়াটে ১৫০ কেজি, বেঞ্চ প্রেসে ৯০ কেজি এবং ডেড লিফটে ১৫০ কেজি উত্তোলন করে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপের জন্যও নির্বাচিত হয়েছেন। ভারতীয় দলের জার্সি পড়ে এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়ায় রাজ্য সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-02-25