নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ বিলোনিয়া শহরের ১ নং টিলা বাজার থেকে পুলিশের হাতে আটক ৬০ বোতল বিলেতি মদ সহ অটো৷ জানা যায়, বুধবার সকালে বিলোনিয়া থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বিলোনিয়া শহরের ১ নং টিলা বাজার এলাকায় একটি অটোতে প্রচুর পরিমাণে বিলেতি মদ রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার এসআই রাহুল জমাতিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি অটো থেকে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করা হয়৷ পাশাপাশি আটক করা হয় অটো চালক খগেন্দ্র দেকে৷ বিলেতি মদ বোঝাই অটো সহ তাকে নিয়ে আসা হয় বিলোনিয়া থানাতে৷ বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
2023-02-22