শিবসেনার প্রধান নেতা হিসেবে শিন্দের নাম ঘোষণা

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দলকে মূল শিবসেনা দল এবং তীর-ধনুকের নির্বাচনী প্রতীককে স্বীকৃতি দেওয়ার পরে মুম্বইতে অনুষ্ঠিত প্রথম জাতীয় কার্যনির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে দলের ‘বিশিষ্ট নেতা’ হিসাবে একনাথ শিন্দেকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘোষণা করা হয়।

মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত বলেন, আমরা শিন্দেকে শিবসেনার নেতা হিসাবে গ্রহণ করি। মন্ত্রী দাদা ভুসেকে দলের শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে, আর সদস্য করা হয়েছে শম্ভুরাজ দেশাই ও সঞ্জয় মোরেকে। বৈঠকে সিদ্ধেশ কদমকে দলের সম্পাদক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শিবসেনায় দলীয় প্রধান ও কার্যনির্বাহী সভাপতি পদ বাতিল করা হয়েছে। তিনি বলেন, যারা দলের বিরুদ্ধে কাজ করবে তাদের শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *