এশিয়ার বৃহত্তম অস্ত্র প্রদর্শনী ‘অ্যারো ইন্ডিয়া’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বেঙ্গালুরুতে এশিয়ার বৃহত্তম অ্যারো শো ‘অ্যারো ইন্ডিয়া’-এর ১৪তম সংস্করণের উদ্বোধন করলেন।এই এয়ার শোয়ে অংশ নিচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভারতীয় যুদ্ধ বিমান। উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেজস নিয়ে প্রশংসা করেছেন। ভারতীয় যুদ্ধ বিমান দেশিয় প্রযুক্তিতে তৈরি তেজসের দুর্ঘর্ষ রূপ নিয়ে সরব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, অ্যারো ইন্ডিয়া আমাদের দেশের প্রতিরক্ষা এবং মহাকাশ বিজ্ঞানে সীমাহীন সম্ভাবনা প্রদর্শনের একটি দুর্দান্ত মঞ্চ। এই মঞ্চ থেকে প্রধামন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রসঙ্গ তুলে বলেন, এই অভিযান প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশগুলির পাশাপাশি ভারত এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।

অ্যারো স্পেসের অনুষ্ঠানে মোদী আরও বলেন, একটি দেশ যখন নতুন চিন্তা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায় তখন তার কাজের পদ্ধতি নতুন চিন্তাধারা অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। মোদী বলেন, একুশ শতকের নতুন ভারত এটি। যারা কোনও সুযোগকেই হাতছাড়া করে না। এমনকী কোনও লক্ষ্যকে সফল করতে চেষ্টায় খামতি রাখে না নতুন ভারত এবং তার কারিগররা। তিনি বলেন, অ্যারো ইন্ডিয়ার এই গর্জনে দেশে রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মের প্রতিধ্বনি।

অ্যারো ইন্ডিয়ার প্রশংসায় মোদী বলেন, অ্যারো ইন্ডিয়া ভারেতর ক্রমবর্ধমান শক্তি এবং সক্ষমতার প্রতিফলন। আজ আমাদের সাফল্য ভারতের সম্ভাবনা এবং তার সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। অ্যারো ইন্ডিয়া শুধুমাত্র একগটা এয়ার শো নায়, এটা ভারতের আত্মবিশ্বাসের প্রতিফলন। এর পাশাপাশি, আগামী দিনে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের অন্যতম রফতানিকারী দেশ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অ্যারো ইন্ডিয়া’ দেশের উত্পাদন ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর কল্পনা অনুসারে ‘আত্মনির্ভর ভারত’ বাস্তবায়নের দিকে অগ্রগতি প্রদর্শন করবে। তিনি বলেন, এই অনুষ্ঠান মহাকাশ ও বিমান চলাচল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, এটি ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে দেশীয় সরঞ্জাম এবং প্রযুক্তি প্রদর্শন এবং বিদেশী সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করবে।

সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে অ্যারো ইন্ডিয়া ২০২৩ এয়ার শো। সেখানে ভারতীয় যুদ্ধ বিমানের পাশাপাশি ৯৮টি দেশের যুদ্ধ বিমান মহড়া দেবে। ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক যুদ্ধ বিমান এখানে প্রদর্শন করবে। এছাড়াও ৮০৯টি বিমান প্রস্তুত কারক সংস্থা এই এয়ারশোয়ে যোগ দিয়েছে। এরো ইন্ডিয়া ২০২৩-র থিম হল দ্য রানওয়ে অব বিলিয়ন অপারচুনিটি। ভারতে তৈরি একাধিক কোম্পানির বিমান এই এয়ার শোয়ে অংশ নেবে।

সূত্রের খবর এই এয়ার শোয়ের মাঝেই ভারতের সঙ্গে একাধিক বিদেশী প্রতিরক্ষা অস্ত্র এবং বিমান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি হবে। ৭৫০০০ কোটি টাকার চুক্তির সম্ভাবনা রয়েছে। একাধিক বিদেশি কোম্পানিকে বরাত দিতে পারে ভারত। সেই সঙ্গে ১০০টি জেট এবং এয়ারবাস, বোয়িং কেনার চুক্তিও করতে পারে ভারত। প্রায় ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করার সম্ভাবনা রয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে জোর দিয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নয়নে বিনিয়োগ বেড়েছে। একাধিক অত্যাধুনিক বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার কার্গো বিমান যুক্ত হয়েছে ভারতীয় সেনায়। নৌসেনাকেও সাজিয়ে তোলা হয়েছে। অত্যাধুনিক সব যুদ্ধ জাহাজ কেনা হয়েছে। অস্ত্রভান্ডারেও সামিল হয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র।

ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী মেগা এই এয়ার শো-এর অনুষ্ঠানে ফ্লাইপাস্টের সময় গুরুকুল ফরমেশনের নেতৃত্ব দেন।