নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ ১৮ সূর্যমনিনগরের বিজেপি মনোনীত প্রার্থী মঙ্গলবারও নিজ বিধানসভা কেন্দ্রে জন সম্পর্ক অভিযান সংগঠিত করে৷ দলীয় কার্যকরতাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নিরিখে ভোট চান৷ তুলে দেন সরকারের উন্নয়নের কর্মকান্ডের লিফলেট৷ একই সঙ্গে ভোটারদের বক্তব্য শোনেন তিনি৷ বিজেপি প্রার্থী রাম প্রসাদ পাল জানান ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫৯ টি বুথ রয়েছে৷ রুটিন করে প্রতিটি বুথে জন সম্পর্ক অভিযানে যাচ্ছেন তিনি৷ প্রচারে ব্যাপক সাড়া মিলছে৷ এদিন মহেশখলা পঞ্চায়েতের ১১ বুথে প্রচার চালান৷ এই বুথে মোট ভোটার ১২০০৷ এই বুথে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে জানান তিনি৷ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী দিনে কাজ করার প্রতিশ্রুতি দেন৷
2023-02-07