করিমগঞ্জ (অসম) ৭ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিভাগকে অসমে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বিনামূল্যে সফলভাবে ছানি অপারেশন করার জন্য পুরস্কৃত করা হয়েছে। গুয়াহাটিতে অবস্থিত অসম প্রশাসনিক স্টাফ কলেজে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি ড. এমএস লক্ষ্মীপ্রিয়া (আইএএস), স্বাস্থ্য যুগ্ম অধিকৰ্তা (অপথালমোলজি) ডা. ভানু শইকিয়ার উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
এতে গোয়ালপাড়া এবং কোকরাঝাড় জেলা যথাক্রমে প্ৰথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। করিমগঞ্জ জেলা থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. গৌতম রায়শর্মা, ডিএমই সুমন চৌধুরী, দুই চক্ষু সহকারী গিরিজা শঙ্কর দত্ত ও প্রণব নাথ সহ ডেটা এন্ট্রি অপারেটর (এনবিসিপি) ভাস্করকান্তি বিশ্বাস, রফিকুল সরকার (অডিওমেট্রিক সহকারী) পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।
করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব তৃতীয় স্থান দখলের জন্য তাঁর সন্তুষ্টি ব্যক্ত করেছেন। ডা. গৌতম রায়শর্মা ও ডা. শুভাশিস দে এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিভাগের গোটা দলকে অভিনন্দন জানান তিনি। জেলাশাসক করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগকে আরও ভাল স্থান দখলের জন্য গোটা দলকে নিষ্ঠা সহকারে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।