আগামীকাল এিপুরা সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি এিপুরায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার এিপুরা সফরকে ঘিরে ইতিমধ্যে দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন,পূব নিধারিত সূচি অনুয়ায়ী এিপুরার বিধানসভা নির্বাচনী প্রচারে ঝড় তুলতে এিপুরায় দুই দিনের সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আগামীকাল বিকেল ৫টা নাগাদ আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে অবতরণ করবেন।তারপর এদিন তিনি মাতা এিপুরাসুন্দরী মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিবেন।

তিনি আরও জানিয়েছেন ,৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আগরতলায় এিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নিবাচর্নী পদযাত্রার আয়োজন করা হবে।ওই কমসূচিতে অংশগ্রহন করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এিপুরার সফরকে ঘিরে তৃনমুল কংগ্রেসে জোর কদমে ব্যস্ততা চলছে।