আমতলীতে দুই ব্যক্তি অপরণের অভিযোগ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷  রাতের আঁধারে দুই ব্যক্তিকে অপহরণ ও আক্রমণ অভিযোগ রাজ্যের প্রধান বিরোধীদল সিপিএমের দিকে৷ ঘটনা বিক্রমনগর পঞ্চায়েতের পূর্ণগ্রাম এলাকায়৷ জানা যায় বিক্রমনগর পঞ্চায়েতের পূর্ণগ্রাম এলাকার বাসিন্দা মিঠুন ভৌমিক ও নারায়ণ দেবনাথ সিপিআইএম-র  নয় জন কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় অপররণ ও আক্রমণের অভিযোগে মামলা করেন৷ জানা যায় মিঠুন ভৌমিক বাড়ির সামনে দেখতে পায় নারায়ণ দেবনাথকে চারজন যুবক তুলে নিয়ে যাচ্ছে৷ তৎক্ষণাৎ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিঠুন ভৌমিকে মুখে কালো কাপড় বেঁধে তুলে নিয়ে যায়৷ পরবর্তী সময়ে রাতের আঁধারে অন্য জায়গায় নিয়ে তাদেরকে প্রচন্ডভাবে মারধর করা হয়৷ পরবর্তী সময়ে বিজেপি কর্মীরা জানাজানি হতেই তাদেরকে খুঁজতে থাকে৷ খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তায় তাদের দুজনকে উদ্ধার করা হয়৷ তারমধ্যে মিঠুন ভৌমিক প্রচন্ড ভাবে আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ মিঠুন ভৌমিকের নাক মুখ ও মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ণ রয়েছে৷ পরবর্তী সময়ে শনিবার দিন তাদের বাড়িতে ছুটে আসে আমতলী ও সেক্টর  পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিজেপি কর্মীরা৷ মিঠুন ভৌমিকের অভিযোগ মূলে সিপিএম-র  নয় জন কর্মীর   বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়৷ তবে বিজেপি কর্মীরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেয় ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ পূর্ণগ্রাম এলাকায় তা নিয়ে প্রচন্ড চাপা উত্তেজন ও বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *