আমবাসা(ত্রিপুরা), ৩ ফেব্রুয়ারি(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জনজাতি সহ সকল অংশের মানুষের সামগ্রিক উন্নয়নে কাজ করছে। তাই, ত্রিপুরায় বিজেপির জয় অবশ্যম্ভাবী। শুক্রবার ধলাই জেলায় করমছড়া এবং সুরমা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জন সংকল্প জনসভায় অংশ দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন বিজেপি জনজাতি মোর্চার সভাপতি সাংসদ সমীর ওরাং।
এদিন ত্রিপুরা জুড়ে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ঝড়ো প্রচারে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই অঙ্গ হিসাবে সমীর ওরাং ৪৮ জনজাতি সংরক্ষিত করমছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ব্রজলাল ত্রিপুরা এবং ৪৬ তপশিলী জাতি সংরক্ষিত সুরমা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপ্না দাস পালের সমর্থনে বিজয় সংকল্প জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এই দু’টি সভাতেই দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীওরাং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরাবাসী ও দেশবাসীর সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে। কোন রকম রাজনৈতিক পরিচয় বা বৈষম্য ছাড়া সবকা সাথ সবকা বিকাশ সুনিশ্চিত করতে দৄঢ় পদক্ষেপে গ্রহণ করেছে।
তিনি বলেন, গোটা রাজ্যে এই উন্নয়নের নিরিখে অন্তিম ব্যক্তিটি পর্যন্ত সকল সুবিধা পৌঁছে যাচ্ছে। তাই মানুষ নিশ্চয় করেছেন বিজেপিকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন। তাঁর দাবি, বিরোধীদলগুলো নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। কংগ্রেস ও সিপিএম একসাথে হাত মিলিয়েছে। আবার কোন কোন রাজনৈতিক দল নতুন রাজ্য গঠনের অবাস্তব স্বপ্ন ফেরি করছে। কিন্তু রাজ্যের মানুষ প্রকৃত বন্ধুদের চিনতে পেরেছেন। সেই নিরিখে ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন, আশা প্রকাশ করে বলেন তিনি।