ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। রাজ্য সেরা কোন্ মহকুমা, নির্ধারন আজ। মহকুমার কলেজ স্টেডিয়ামে খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সদর এবং উদয়পুর মহকুমা। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটে (এলিট গ্রুপ)। রাজ্যদলের হয়ে খেলা একঝঁাক ক্রিকেটার রয়েছে দুদলেই। ফলে লড়াই হবে জমজমাট বলাবাহুল্য। গেলোবছর সেমিফাইনাল থেকেই অপ্রত্যাশিত বিদায় নিতে হয়েছিলো উদয়পুর মহকুমাকে। ওই দু:খ এখনও তাড়িয়ে বেড়াচ্ছে উদয়পুরের ক্রিকেটারদের। ওই দু:খ ভুলতেই আজ রাজ্য সেরা হতে চাইছেন উদয়পুর মহকুমার ক্রিকেটাররা। শক্তির বিচারে উদয়পুর থেকে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে সদরের ক্রিকেটাররা। গ্রুপ লিগ এবং সেমিফাইনালে দাপটের সঙ্গে খেলেই জয় পেয়েছে সদর। সেমিফাইনালে দনায়ক বিশাল ঘোষের শতরান এবং কৌশল আচার্য-র অর্ধশতরান মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এদিকে প্লেট গ্রুপের দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে মোহনপুর খেলবে আমবাসা মহকুমার বিরুদ্ধে এবং শান্তিরবাজারের বাইখোড়া স্কুল মাঠে সাব্রুম খেলবে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে। ওই বিভাগের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি।
2023-02-01