Kolkata Knights in front : আজ রবিবার আইপিএলে ধোনিদের সামনে কলকাতার নাইটরা

আবুধাবি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : কোহলি, রোহিতের পর এবার রবিবার ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কি আইপিএলে জয়ের হ্যাটট্রিক করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। রবিবাসরীয় বিকেলে সেই লক্ষ্যেই নামছে ইয়ন মর্গ্যানের নাইট বাহিনী।

প্লে অফের আশা জাগিয়ে রাখতে হলে দ্বিতীয় পর্বে অন্তত পাঁচটা ম্যাচ জিততেই হবে নাইট শিবিরকে। যার মধ্যে ইতিমধ্যেই দুটো ম্যাচ জেতা হয়ে গিয়েছে। কিন্তু রবিবারের ম্যাচটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাইট শিবিরের সামনে। কারণ প্রতিপক্ষ শিবিরের অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। যাঁর ক্ষুরধার মস্তিষ্ক যেকোনও সময় খেলার রং বদলে দিতে পারে।
পরপর দুটো ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে নাইট শিবির। নজর কেড়েছেন এবারই অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার। সেইসঙ্গে বোলাররাও ছন্দে রয়েছেন।

তবে ধোনির বিরুদ্ধে নামার আগেও সেই পারফরম্যান্সের ওপরই জোর দিচ্ছেন ইয়ন মর্গ্যানরা। ব্যাটিংয়ে যেমন নাইটদের আত্মবিশ্বাস যোগাচ্ছেন আইয়ার, রাহুল ত্রিপাঠি, গিল এবং রাসেলরা। তেমনই বোলিংয়ে ছন্দে রয়েছেন লোকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণারা। গত ম্যাচে উইকেট পেয়েছেন সুনীল নারিনও। আর সেগুলোই এখন নাইটদের স্বস্তিতে রাখছে।
এখনও পর্যন্ত দুই দল মোট ২৪বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৫ বারই জিতেছে চেন্নাই সুপার কিংস। নাইটরা জিতেছেন মাত্র ৮ বার। সেই পরিসংখ্যান যেমন মাথায় রয়েছে, তেমনই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষেও রয়েছে চেন্নাই সুপার কিংস।