নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স) : পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। এবার পেগাসাস কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই বিষয়ে একটি বিস্তারিত রায় দেওয়া হবে বলে সূত্রে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা সিনিয়র অ্যাডভোকেট সি ইউ সিংকে জানান, পেগাসাস নিয়ে কমিটি গঠন করার পক্ষে রায়দান করতে চায় আদালত। এই কমিটির সদস্য হিসেবে কয়েকজনের নাম নির্বাচিতও করা হয়েছিল। কিন্তু, ব্যক্তিগত কারণের জন্য তাঁরা কমিটির অংশ হতে চাইছেন না। সেই কারণেই বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন, ‘পরের সপ্তাহের মধ্যেই আমরা টেকনিক্যাল বিশেষজ্ঞদের নাম চূড়ান্ত করতে পারব এবং এই বিষয়ে রায় ঘোষণা করা হবে। ‘ বস্তুত পেগাসাস কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করবে সুপ্রিম কোর্টের গঠন করা কমিটি, তা স্পষ্ট।
উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে আগেও কোনও কমিটি গঠন করতে রাজি হয়নি কেন্দ্র। পেগাসাস কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। এই মামলার প্রথম শুনানি হয় অগাস্ট মাসে। সেই সময় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল কেন্দ্র। এই হলফনামায় বলা হয়েছিল, ভিত্তিহীন মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করেই পেগাসাস নিয়ে বহু মন্তব্য করা হচ্ছে। কেন্দ্র একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কথাও বলেছিল।