নিজস্ব প্রতিনিধি বিলোনীয়া, ৭সেপ্ঢেম্বর৷৷ নাবালিকা ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে কুড়ি বৎসরের জেল ও দশহাজার টাকা জরিমানা করে দক্ষিণ জেলার জেলা ও দায়রা বিশেষ আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যাক্তি র নাম চিনসা মগ (৪৮) বাড়ি বাইখোড়া থানাধীন কলসি মুখ এলাকায়৷ গত২৯/১১/২০১৯ তারিখ চিনসা মগ এক ওঝা কে নিয়ে দেবদারু মনমোহন পাড়ায় যায় সুবেন ত্রিপুরার বাড়িতে৷
পাশের বাড়ির তের বৎসরের এক নাবালিকা কে চিনসা মগ ওর বাড়িতে আসার কথা বললে মেয়েটি রাজি হয়ে যায়৷ কিছুদূর আসার পর রাস্তার পাশে জঙ্গলে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষন করে৷ মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে মেয়ের মা ঐদিনই বাইখোড়া থানায় মামলা দায়ের করে৷ আদালতে ১৬জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়৷ দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রা আদালতে এই মামলার রায় দান করেন মাননীয় বিচারক আশুতোষ পান্ডে৷

