করিমগঞ্জ (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স) : করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম-পোষণ মিড-ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে।
করিমগঞ্জের খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে, এই চাল নিম্ন প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু দৈনিক ১০০ গ্রাম করে এবং উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু দৈনিক ১৫০ গ্রাম করে বরাদ্দ করা হয়েছে। এতে গ্রাম পঞ্চায়েত পর্যায়ের সমবায় সমিতিগুলিকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই চাল শিলচরে অবস্থিত ভারতীয় খাদ্য নিগম থেকে তুলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

