আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : অসতর্কতার কারণে অগ্নিদগ্ধা গৃহবধূ। ঘটনা বিলোনিয়া থানাধীন বিবেকানন্দ কলোনী এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই গৃহবধূর।
ঘটনার বিবরণী জানা যায় উমা বসু বিশ্বাস এই গৃহবধূ নিজ ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলেন। এমন সময় পুজোতে দেওয়া বাতির আগুন অসতর্কতার কারণে কাপড়ে লেগে গিয়ে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ গৃহবধূ। সাথে সাথে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা ছুটে গিয়ে অগ্নিদগ্ধা গৃহবধূকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই গৃহবধূর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূর বুকে এবং হাতে আগুনের ছেকা লাগে।

