আগরতলা, ২৭ ফেব্রুয়ারি(হি.স.): আপামর জনগণকে বিভ্রাত করার লক্ষে কোটি কোটি টাকার বিনিময়ে শাসক দল নাটক মঞ্চ একজিট পোল প্রকাশ করতে চলছে। সাধারণ মানুষ বিরোধী দলের এই একজিট পোলে বিশ্বাস করবেন না। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আপামর জনগণকে আবেদন করেছেন কংগ্রেসের বিধায়ক তথা প্রার্থী সুদীপ রায় বর্মন। বিজেপির একজিট পোলে কোনও হাত থাকে না, ২ মার্চ ভোটের ফলাফল থেকেই সব স্পষ্ট হয়ে যাবে বলে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।
এদিন তিনি নির্দ্বিধায় বলেন, ত্রিপুরার জনগণ ভোট প্রদান করেছে সরকার পরিবর্তনের লক্ষেই। কারণ, এবারের নির্বাচনে মানুষের বিপুল পরিমানে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা থেকেই সব স্পষ্ট হয়ে গেছে।
তাঁর দাবি, মানুষ গণতান্ত্রিক অধিকারকে পুর্নরুদ্ধারে এবং সাংবিধানিককে অচল হওয়ার হাত থেকে রক্ষা করার লক্ষেই ভোট প্রদান করেছেন। সাথে তিনি রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহন করেছে তার জন্য কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরায় সিপিএম এবং কংগ্রেসের জোট সরকার প্রতিষ্ঠিত হবেই।
তার দাবি, আপামর জনগণকে বিভ্রাত করার লক্ষে কোটি কোটি টাকার বিনিময়ে শাসক দল আজ নাটক মঞ্চএকজিট পোল প্রকাশ করতে চলছে। তিনি সাধারণ মানুষ কাছে আবেদন করেন বিরোধী দলের এই একজিট পোলে বিশ্বাস করবেন না।
অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন বিজেপির একজিট পোলে কোনো হাত থাকে না, ২ মার্চ ভোটেরফলাফল থেকেই স্পষ্ট হয়ে যাবে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।