মথুরা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি থেকে বিহার যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসেওয়ের ওপর। ডিভাইডারে ধাক্কা মারার পর উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মথুরার ডিএম পুলকিত খারে বলেছেন, রবিবার রাতে একটি বাস দিল্লি থেকে বিহার অভিমুখে যাচ্ছিল, যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ডিভাইডারে ধাক্কা মারার পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন ও ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।