দামেস্ক, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : স্কুলে ফিরতে শুরু করেছে ভূমিকম্প কবলিত সিরিয়ার শিক্ষার্থীরা । ভূমিকম্প তাণ্ডবের তিন সপ্তাহ পর স্কুলে ফিরতে পারার খুশি সেখানকার শিশুরা ।
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার হারিম বয়েজ স্কুলের প্রধান শিক্ষক আহমদ শেখ আহমদ। তিনি বলেন, শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার জন্য কয়েকটি মহড়া ডিজাইন ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ও রোববার শেষের দুটি ক্লাস এ মহড়া সম্পর্কে জানার জন্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই মহড়ায় আমরা শিক্ষার্থীদের শিখিয়েছি যে, ‘যদি তারা সাইরেন শুনতে পায়, তাহলে যেন অবশ্যই স্কুলের খেলার মাঠের দিকে সুশৃঙ্খল ও শান্তভাবে এগিয়ে যায়।’
‘যদি এটি একটি শক্তিশালী ভূমিকম্প হয়, তাহলে বেঞ্চের নিচে আশ্রয় নিয়ে কীভাবে নিজেদের রক্ষা করা যায় তাও শেখানো হচ্ছে।’
সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে সবমিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

