ইতালিতে পাথরে ধাক্কা লেগে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজডুবি মৃতের সংখ্যা বেড়ে ৪৫

রোম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হয়েছে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে এবং দক্ষিণ ইতালির সমুদ্র সৈকতে তীরবর্তী রিসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

ইতালির পুলিশ ও উপকূলরক্ষী এ তথ্য নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ডুবে যাওয়ার আগে জাহাজে ১৪০ থেকে দেড়শজন যাত্রী ছিলেন। তীর থেকে ছেড়ে কয়েক মিটার এগিয়ে যাওয়ার পর একটি পাথরের সঙ্গে জলযানটির ধাক্কা লাগে। উত্তাল সমুদ্রে জাহাজটি কয়েক টুকরো হয়ে যায়। যার কিছু ধ্বংসাবশেষ উপকূলের প্রায় ৩০০ মিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল।নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চলছে। অগ্নিনির্বাপক কর্মীরা জেট স্কিতে করে তাদের খোঁজ করছেন। কিন্তু সাগর উত্তাল হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

ইতালীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস বলেছে, ডুবে যাওয়া জাহাজটির যাত্রীরা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক। বার্তা সংস্থা আনসার দাবি, ওই জাহাজে ইরান, ইরাক, আফগানিস্তান এবং সিরিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *